বাংলা
সাহায্য
OneTab আইকন পিন করুন
আপনার ব্রাউজারের টুলবারে এক্সটেনশন আইকনে ক্লিক করে, OneTab আইকনটি টুলবারে 'পিন' করুন যাতে এটি সব সময় দৃশ্যমান থাকে।
খোলা ট্যাব সংরক্ষণ করতে OneTab আইকনে ক্লিক করুন

OneTab আইকনে ক্লিক করলে আপনি আপনার খোলা ট্যাবগুলোর তালিকা দেখবেন।

বড় বোতামে ক্লিক করে সেগুলো OneTab-এ সংরক্ষণ করুন।

সংরক্ষিত ট্যাব দেখুন ও সংগঠিত করুন
OneTab পেজে আপনি সংরক্ষিত সব ট্যাব দেখতে পাবেন। ট্যাবগুলো ফোল্ডারে সংগঠিত করতে পারবেন।
মেনু ব্যবহার করে ট্যাব অন্যদের সাথে শেয়ার করুন
সংরক্ষিত কোনো গ্রুপের ড্রপডাউন মেনু বোতামে ক্লিক করুন। সেখান থেকে গ্রুপটি ওয়েব পেজ হিসেবে শেয়ার করা, ক্লিপবোর্ডে কপি করা ইত্যাদি করা যায়।
ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ

আপনি সর্বত্র ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ করতে পারেন—পুনর্বিন্যাস, স্থানান্তর, আমদানি বা রপ্তানির জন্য।

আপনার পেজের খালি জায়গায় ট্যাব টানলে, টানা ট্যাবগুলোর জন্য একটি নতুন গ্রুপ তৈরি হবে।

একটি গ্রুপকে আরেকটি গ্রুপে টানলে, গ্রুপগুলো মার্জ হবে।

একাধিক ট্যাব নির্বাচন করুন
একাধিক ট্যাব বাছাই করতে টিক আইকনে ক্লিক করুন। নির্বাচন বিকল্প দেখতে টিক আইকনে রাইট-ক্লিক করুন।
দ্রুত তালিকা
সহজে অ্যাক্সেসের জন্য গুরুত্বপূর্ণ আইটেমগুলো ‘দ্রুত তালিকা’ কলামে টেনে আনুন।
OneTab আইকন থেকে দ্রুত তালিকায় যান
আপনার ‘দ্রুত তালিকা’র আইটেমগুলো টুলবারের OneTab আইকনে ক্লিক করেও দেখা যাবে।
অনুসন্ধান
সার্চ বক্স ব্যবহার করে আপনার ট্যাব সহজে খুঁজে নিন। কীবোর্ডে ‘/’ কী চাপলে সার্চ বক্সে ফোকাস যাবে।
ব্রাউজারের ঠিকানার বার থেকে খুঁজুন
OneTab পেজে না থাকলেও, ব্রাউজারের ঠিকানার বার থেকে আপনার OneTab তালিকায় খুঁজতে 1 লিখে, তারপর স্পেস চাপুন, তারপর আপনার সার্চ শব্দ লিখুন।
কাজ নির্ধারণ করুন এবং স্টার রেটিং দিন
গুরুত্বপূর্ণ আইটেম চিহ্নিত করতে স্টার রেটিং দিতে পারেন। কোনো আইটেমকে কাজ হিসেবে চিহ্নিত করতে ‘কাজ’ বোতামে ক্লিক করুন। আবার ক্লিক করলে সেটি সম্পন্ন কাজ হিসেবে চিহ্নিত হবে।
গ্রুপ আর্কাইভ করুন
কোনো ট্যাব বা গ্রুপকে আর্কাইভড হিসেবে চিহ্নিত করতে ‘আর্কাইভ’ বোতামে ক্লিক করুন। তালিকা থেকে মুছে না দিয়েই কোনো প্রকল্প শেষ হয়েছে তা বোঝাতে এটি উপকারী।
রাইট-ক্লিক মেনু

OneTab মেনুতে যেতে কোনো ওয়েব পেজে রাইট-ক্লিক করুন।

ব্রাউজারের ট্যাব বারে একাধিক ট্যাব নির্বাচন করে তারপর যদি OneTab মেনু খুলেন, তবে শুধু নির্বাচিত ট্যাবগুলো OneTab-এ পাঠানোর অপশন পাবেন। একাধিক ট্যাব বাছাই করতে, ক্লিক করার সময় cmd/ctrl বা Shift কী চেপে ধরুন।

বিকল্প পেজে যান
আরও অনেক ফিচার আছে। ‘বিকল্প’ বোতামে ক্লিক করে OneTab-এর কাজের ধরন কাস্টমাইজ করুন—কীবোর্ড শর্টকাটসহ।
এনক্রিপ্টেড ক্লাউড সিঙ্ক ও ব্যাকআপ

শীঘ্রই আসছে: আপনি একাধিক ব্রাউজার প্রোফাইল ও কম্পিউটারের মধ্যে আপনার OneTab ডেটা সিঙ্ক করতে পারবেন। OneTab-কে সম্পূর্ণ পুনর্লিখন করা হয়েছে, ফলে একটি ডিভাইসে করা পরিবর্তন সঙ্গে সঙ্গে অন্যান্য সব ডিভাইসে দেখা যাবে। আপনি এই ফিচার ব্যবহার করলে, আপনার ডেটা উচ্চ-মানের AES-256 দিয়ে প্রান্ত-থেকে-প্রান্ত এনক্রিপ্টেড থাকবে। এতে OneTab ডেভেলপারদের পক্ষে আপনার ব্যাকআপ করা বা ডিভাইসের মধ্যে সিঙ্ক করা ট্যাব দেখা অসম্ভব হয়ে যায়, কারণ এনক্রিপশন কী শুধুই আপনার কাছে থাকে।

কীবোর্ড শর্টকাট

OneTab খুলতে নিচের কীবোর্ড শর্টকাটটি ব্যবহার করতে পারেন:

Windows:  alt+shift ⇧+1
Mac:  option ⌥+shift ⇧+1

এই শর্টকাটটি কনফিগার করতে পারেন:
ইনকগনিটো / ব্যক্তিগত ব্রাউজিং ট্যাব

ইনকগনিটো/ব্যক্তিগত ব্রাউজিং ট্যাব সংরক্ষণ করতে OneTab-কে অনুমতি দিতে পারেন:

সমস্যা সমাধান

যেকোনো কারণে OneTab লোড না হলে, সমস্যা সমাধানের জন্য OneTab আনইনস্টল করে পুনরায় ইনস্টল করার চেষ্টা করবেন না। কারণ OneTab আনইনস্টল করলে আপনার ব্রাউজার আপনার সংরক্ষিত ট্যাব মুছে দেবে। অধিকাংশ ক্ষেত্রে, ব্রাউজার সম্পূর্ণভাবে বন্ধ করে আবার চালু করলেই সমস্যা মিটে যায়। আরও সমস্যা সমাধান সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সমস্যা সমাধান পেজ দেখুন

আমাদের কাছে আপনার ফিচার অনুরোধ পাঠান

OneTab ব্যবহারের জন্য ধন্যবাদ। আমরা আপনার মতামত পেতে ভালোবাসি। আপনার যদি কোনো ফিচার অনুরোধ, বাগ রিপোর্ট বা অন্য মন্তব্য থাকে, অনুগ্রহ করে এখানে আমাদের সাথে যোগাযোগ করুন।

আমাদেরকে একটি রেটিং দিন

আমরা যা করছি তা আপনার ভালো লাগলে, Chrome Web Store-এ আমাদের একটি রেটিং দিন।